অবশেষে স্বস্তি: অপহরণের ৬ দিন পর উদ্ধার নয়ন দাস, গ্রেপ্তার ৫ অপহরণকারী
নিজস্ব প্রতিবেদক
ছয়দিনের দুঃস্বপ্নের অবসান ঘটল অবশেষে। পরিবারের কান্না বদলে গেল স্বস্তির নিঃশ্বাসে, ব্যবসায়ীদের মুখেও ফুটল হাসি। অপহরণের ছয় দিন পর পুলিশের তৎপরতায় জীবিত উদ্ধার হলেন ব্যবসায়ী নয়ন দাস। একই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ অপহরণকারীকে।
নয়নের মুক্তির আকুতি, পরিবারের অশ্রুসিক্ত প্রার্থনা
নয়ন দাস নিখোঁজ হওয়ার পর থেকে পুরো পরিবারে নেমে এসেছিল এক ভয়ংকর আতঙ্ক। প্রতিটি মুহূর্ত ছিল দুশ্চিন্তা আর অজানা আশঙ্কার মধ্যে কাটানো। ছেলের ফিরে আসার অপেক্ষায় মা চোখের পানি ফেলেছেন দিনের পর দিন। প্রিয়জনের অপেক্ষায় প্রহর গুনছিলেন স্ত্রী-সন্তানরাও।
পুলিশের অভিযানে সফলতা, অপহরণ চক্রের পর্দাফাঁস
অপহরণের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামে। একের পর এক অভিযান চালিয়ে অবশেষে উদ্ধার করা হয় নয়ন দাসকে। তাকে একটি নির্জন এলাকায় আটকে রেখেছিল অপহরণকারীরা, মুক্তিপণের জন্য পরিবারের সঙ্গে চলছিল দর-কষাকষি। তবে পুলিশের তৎপরতায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়।
ব্যবসায়ীদের স্বস্তি, এলাকায় স্বাভাবিক পরিবেশ
নয়নের অপহরণের খবরে স্থানীয় ব্যবসায়ী মহলে নেমে এসেছিল উদ্বেগের ছায়া। অপহরণ চক্রের দৌরাত্ম্যে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তবে নয়ন দাসের মুক্তি ও অপরাধীদের গ্রেপ্তারের খবর শোনার পর ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
অপহরণ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি
এ ঘটনার পর এলাকাবাসী ও ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন, যেন এমন কোনো অপরাধী আর মাথাচাড়া দিয়ে না ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীও আশ্বস্ত করেছে, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
অন্ধকারের ছায়া কাটিয়ে অবশেষে ফিরে এসেছে আলো। নয়ন দাসের ফিরে আসা শুধু তার পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য এক বড় স্বস্তির খবর।