নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ন্যাশনাল ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ছাত্রদলের অধীনস্থ সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সদর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির মনোনয়নপ্রত্যাশী, মাঠি ও মানুষের নেতা অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনের সুযোগ্য সন্তান বখতিয়ারউজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহসানুল কাদের মিলটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম মারজান ইসলাম তুষার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের অন্যতম সদস্য কেএম বখতিয়ার উদ্দিন বিশাল ও আরমান হোসাইন, বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছোয়াব খান এবং কলেজ ছাত্রদল নেতা আরিফুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদ তপু। দোয়া পরিচালনা করেন সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া করা হয়।