বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ ইমরানের পরিবারের মাঝে ঈদ উপহার
ন্যাশনাল ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ইমরানের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
নাসিরনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে রবিবার (৩০ মার্চ) দুপুর ২টায় শহীদ ইমরানের পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মারজান ইসলাম (তুষার) ও নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহসানুল কাদের মিলটন।
এসময় শহীদ পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।