শরীয়তপুরে দুই ব্যবসায়ী অপহরণ, আটক ৪ পুলিশ সদস্য

ন্যাশনাল ডেক্স

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দুই কাপড় ব্যবসায়ী জুয়েল সরদার ও ফয়সাল সরদারকে অপহরণের অভিযোগ উঠেছে পুলিশের তিন সদস্যসহ আটজনের বিরুদ্ধে। মুক্তিপণ আদায়ের সময় স্থানীয়রা চার অপহরণকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

বৃহস্পতিবার রাত ১টার দিকে ডামুড্যা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন বাগেরহাটের কৌশিক আহমেদ সেতু, ডামুড্যার কাউসার তালুকদার, মাগুরার রুবায়েত মীর ও কুমিল্লার শরীফ হোসেন। এদের মধ্যে কৌশিক ও কাউসার কর্মরত পুলিশ কনস্টেবল এবং রুবায়েত চাকরিচ্যুত পুলিশ সদস্য।

ভুক্তভোগীদের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে দারুল আমান বাজার এলাকায় অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করা হলে তারা মোবাইল ব্যাংকিংয়ে ৩ লাখ ৯১ হাজার টাকা পরিশোধ করে। বাকি টাকা আনতে অপহরণকারীরা তাদের নিয়ে ডামুড্যা বাসস্ট্যান্ডে গেলে তারা চিৎকার করেন। স্থানীয়রা সন্দেহ করে চারজনকে আটক করে গণপিটুনি দেয়।

ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক জানান, আটক চারজনকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

facebook.com
twitter.com

সূচিপত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *